বাগেরহাটের মোল্লাহাটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত (অকেজো) লোহার বেঞ্চ রাতের আঁধারে বিক্রি ও পাচার কালে জনতার হাতে ধরা পড়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতের আঁধারে উপজেলার ৯৫ নং দক্ষিণ শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই বেঞ্চ বিক্রি ও পাচার কালে স্থানীয় জনতার কাছে ধরা পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী মালাকার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী মালাকার লোহার তৈরি বেঞ্চ গুলো কৌশলে নিজের বাড়িতে এনে রাতের আঁধারে হকারের কাছে বিক্রি করে দেন। হকার ৬'টি বেঞ্চ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ধরে ফেলে স্থানীয় জনতা। এরপর হকারকেসহ বিক্রি করা বেঞ্চ গুলো নিয়ে ওই শিক্ষকের বাড়িতে আসেন স্থানীয়রা। খবর পেয়ে সংশ্লিষ্ট চুনখোলা ক্যাম্পের পুলিশও উপস্থিত হয় শিক্ষকের বাড়িতে। তখন নিজ থেকে সব স্বীকার করেন শিক্ষক বিজন বিহারী মালাকার। সরকারি সম্পদ আত্মসাৎ চেষ্টার এহেন কর্মকান্ডের বিচার দাবি করেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী মালাকার বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য পরিত্যক্ত ৬টি লোহার বেঞ্চ (৩০ কেজি) পনের শত টাকা বিক্রি করেছিলাম। বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে কিছু লোক অসন্তুষ্ট, তারা এভাবে ধরেছে, না হলে এতে কিছু হতো না। ওই বেঞ্চ গুলো বিদ্যালয়ে নিয়ে রেখেছেন বলেও জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম সজল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।