দুর্গাপুরে টিনের ঘরের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রতিবন্ধী যুবক

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ২৫ মে, ২০২৩, ০৬:১২ এএম

নেত্রকোনার দুর্গাপুরে টিনেরঘরের বেড়ায় বিদ্যুতায়িত হয়ে সায়ন রেমা(১৮) নামের এক মানসিক ভারসাম্যহীন  যুবকের মৃত্যু হয়েছে। ২৪ মে বুধবার বিকেলে উপজেলার ৪নং বিরিশিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ড দাখিনাইল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সায়ন রেমা উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামের প্রবেশ ম্রং এর পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত সায়ন রেমা জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন। সেজন্য তাকে ঘরের ভেতরেই শিকলে বেঁধে রাখতে হতো। প্রতিদিনের মতো ঘটনার দিন শিকলে বাঁধা ছিলো সে। হঠাৎ ঘরের ফ্যানের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনের বেড়ায় লেগেযায়। এ-সময় সায়ন রেমা টিনের বেড়ায় স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিকভাবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন আছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW