পটুয়াখালীর বাউফলে উপজেলার নাজিরপুর ইউঃপিঃ‘র সুলতানাবাদ বাজারে এক রাতে ৮দোকান চুরি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ চুরি হয়। এ সময় চোরের দল নগদ লক্ষাধিক টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দোকানীরা দোকান বন্ধ করে যার যার বাড়িতে ঘুমোতে যায়। সকাল বেলা দোকান খুলতে এসে দোকানের তালা ভাংগা, সাটার খোলা, ক্যাশবাক্স ভাংগা অবস্থায় দেখতে পায়। দোকানগুলো হচ্ছে, জাকির, নুরুল ইসলাম চৌকিদার, রাসেল হাওলাদার, ফিরোজ, রিপন হাওলাদার, জালাল হাং,শহিদুল ও লিটন হাওলাদার গংদের। চোরের দল এসময়ে যোবায়েল ও খালেক হাওলাদারের দোকানের তালা ভাংতে ব্যার্থ হয়। চোরের দল এ সময় বিভিন্ন দোকান থেকে দামী মালামাল এবং জাকিরের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৩৮হাজার ও রাসেল হাওলাদারের ক্যাশবাক্স ভেঙ্গে ৫০হাজার ৫০০টাকা চুরি করে নিয়ে যায়। সকাল বেলা স্থানীয় মেম্বর শহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন। এ সময় স্থানীয় লোকজন জানান, স্থানীয় চিহ্নিত চোর গাজা, ইয়াবা ও মাদকসেবীরা এমন কাজ করতে পারে।