সৈয়দপুরে ঈদগাহ মাঠে মেলা বন্ধে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ২৭ মে, ২০২৩, ০২:৫১ এএম

নীলফামারীর সৈয়দপুরে ঈদগাহ মাঠে মেলা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর শাখা। গত বৃহস্পতিবার ‌সৈয়দপুর প্রেসক্লা‌বের সাম‌নে বাংলা‌দে‌শের ওয়ার্কার্স পা‌র্টি সৈয়দপুর শাখা ৪ দফা দাবী‌তে  মানববন্ধন কর্মসূচি পালন ক‌রে।
দাবী সমুহ হ‌ল সামনে এইচএস‌সি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হওয়া কা‌লিন সময়ে ৪‌টি  শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানের স‌ন্নিকটে ঈদগাহ মাঠে চলছে মাসব্যাপী মেলার আয়োজন। তাছাড়া আসছে ঈদ উল আযহা। ওই মাঠে আদায় করা হয় ঈদের জামাত। বর্তমানে মাঠটি খুঁড়ে গর্ত করা হয়। বাণিজ্য মেলার নামে ঈদগাহ মাঠ নষ্ট করা হচ্ছে।
তারা মেলা বন্ধের দাবী জানান। এর পাশাপাশি তারা সৈয়দপুর পৌর সভার রাস্তা  সংস্কা‌রের দাবীও তুলে ধরেন। পথ সভায় বক্তব‌্য রাখেন ছাত্র নেতা মেহেদী হাসান, শেখ ফজলুল হক, ওয়ার্কার্স পা‌র্টির জেলা ক‌মি‌টির সদস‌্য যুবনেতা ওবায়দুর রহমান  ও পা‌র্টির কে‌ন্দ্রিয়  সদস‌্য রুহুল আলম মাস্টার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW