লক্ষ্মীপুরের রায়পুরে মো. আলমগীর হোসেন (৪২) নামে এক যুবকের গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রায়পুর পৌরসভার টিসি সড়কের পৌর শিশু পার্কের পাশের একটি সুপারী বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আলমগীর রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের ভ্যানচালক মো.শাহজাহানের ছেলে।
রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইউসুফ জানান, আলমগীর পেশায় মাংস বিক্রেতা ছিলেন। সে তার পরিবারের লোকনজের সঙ্গে পৌরসভার টিসি সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। শুক্রবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরে যায়নি। শনিবার সকালে একটি গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এটা হত্যা না অন্য কোন ঘটনা।