কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় 

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :  : | প্রকাশ: ২৮ মে, ২০২৩, ১২:৪৯ এএম

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি রাস্তার উপর নির্মাণাধীন ভবনের মালামাল (ইট, বালু ) রেখে পথচারী ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিসহ অন্যান্য ৯ জনকে ২৬ হাজার ২’শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাত দখল করে নির্মিত স্থাপনা গুলো ভেঙ্গে ফেলা হয়। 

২৫ মে বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া বাজারের ডাক বাংলো মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বলেন, খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা জায়গায় খাবার রাখা, ফুটপাত দখল, সড়কে পথচারী ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ জনকে ২৬ হাজার ২’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW