গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আলোচনাসভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৮ মে, ২০২৩, ০১:২৪ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মে) দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ প্রমূখ।

সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান হাবীব। শেষে শিক্ষার্থীদের চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW