হাটহাজারীতে হুইপ ওয়াহিদুল আলম ৫ম শাহাদাৎ বার্ষিক পালিত 

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৮ মে, ২০২৩, ০৬:২৪ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এর ৫ম শাহাদাৎ বার্ষিকী রোববার পালিত হয়েছে। খন্দকিয়া চিকনদন্ডী শহীদ জিয়াউল রহমান কলেজে, কলেজ প্রতিষ্টাতার শাহাদাৎ বার্ষিক উপলক্ষে মরহুমের কবরে পুস্প স্তবক অর্পণ, তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।                                       
কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  অধ‍্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ‍্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল ও হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। কলেজের অধ্যাপক সৈয়দ শাহাজাহান এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, গভর্নিং সদস্য সৈয়দ আবু তালেব, সৈয়দ নেছার উদ্দিন বুলু, মোহাম্মদ মনজুর আলম। বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুল  কুদ্দুছ মিয়া, অধ‍্যাপক ছৈয়দুল ইসলাম, অধ্যাপক মো. আবদুল বারী, প্রদর্শক মরিয়ম বেগম। দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন, সিনিয়র গ্রন্থকার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল  ওয়াহেদ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW