পত্রিকায় ২৯ মে “টং দোকানে এক মাসে দুই লাখ ৬০ হাজার টাকা ভুতুরে বিদ্যুৎ বিল” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট পল্লীবিদ্যুতের কর্মকর্তারা। যেকারণে জেলার বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের রাস্তার পাশের সেই টং দোকানীর বিদ্যুৎ বিল সংশোধন করে মাত্র ৪৬৫ টাকার বিলের কাগজ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে টং দোকানী হানিফ হাওলাদার বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তার কাছে এসে পুরো ঘটনার জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। তারা জানিয়েছেন, কম্পিউটারের সফ্টওয়্যারের ভুলের কারণে তার ব্যবহৃত ৩০ ইউনিটের ৪৬৫ টাকার স্থলে ২ লাখ ৬০ হাজার ১৮৩ টাকা বিদ্যুৎ বিল লেখা হয়েছিলো। হানিফ আরও জানান, কর্মকর্তারা তার কাছ থেকে পূর্বে দেওয়া বিশাল অঙ্কের বিদ্যুৎ বিলের কাগজ ফেরত নিয়ে ৩০ ইউনিট ব্যবহারে ৪৬৫ টাকার সংশোধিত বিদ্যুতের বিলের কাগজ তার হাতে তুলে দিয়েছেন।
এ ব্যাপারে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীপাড়া সাব জোনাল অফিসে যোগাযোগ করা হলে মিটার রিডার মো. রাসেল বলেন, অফিসের কম্পিউটারের সফ্টওয়্যারের ভুলের কারণে বিশাল অঙ্কের বিল এসেছিলো পরে তা সংশোধন করে ৪৬৫ টাকার নতুন বিদ্যুৎ বিল গ্রাহক হানিফের হাতে তুলে দেওয়া হয়েছে।