মাগুরায় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মাগুরা দল চ্যাম্পিয়ন

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) : : | প্রকাশ: ২৯ মে, ২০২৩, ০৫:৫০ এএম

মাগুরায় জে এফ এ অনূর্ধ্ব ১২ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মাগুরা চ্যাম্পিয়ন হয়েছে। 

সোমবার বিকাল চারটায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে জে এফ এ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মাগুরা ফুটবল দল চুয়াডাঙ্গা ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় মাগুরা ফুটবল দল ১২ গোলে চুয়াডাঙ্গা দল কে হারিয়েছে। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবু নাসের বেগ। মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মহিলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW