বগুড়ার খুনের আসামি পুঠিয়া আটক

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) :  : | প্রকাশ: ৩০ মে, ২০২৩, ০৪:৫৩ এএম

রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ সোমবার গভীর রাতে অফিসার ইনর্চাজ ফারুক হোসেনের নেতৃত্ব এক অভিযানে যান। গিয়ে উপজেলার গন্ডগোহালী গ্রামের মেহেদী হাসান টপির পরিত্যক্ত মুরগির খামারে পাঁচজন ব্যক্তিকে পুলিশ দেখেন। রাত সাড়ে তিনটা সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসা বাদ করে সন্দেহ হলে। পরে বগুড়া জেলা সদরের থানায় খোজখবর নিলে,তারা জানায় ১০ মে এক খুনের মামলা আসামি তারা। খুনিরা খুন করে নিজে বাঁচার জন্য পুঠিয়ায় আত্মগোপন করে ছিল। আসামিরা হলো, মোঃ রবিন (২৪), পিতা - মঞ্জু কসাই,কাঞ্চা  মনির (২৮), পিতা- মোঃ  ফেরদৌস, মোঃ জুম্মন (২২), পিতা-লিলু ওরফে বুড়া।  মোঃ ছাব্বির (২৩), পিতা- মৃত রেজাউল,মোঃ রমেদ (২৬), পিতা-  মঞ্জু কসাই, সর্বগ্রাম মালগ্রাম, বগুড়া সদর বগুড়া। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW