শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণে ধর্ষক আটক 

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :  : | প্রকাশ: ৩০ মে, ২০২৩, ০৫:২২ এএম

খুলনার পাইকগাছায় কপিলমুনি শারীরিক প্রতিবন্ধি এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে লিটু মন্ডল (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগে ধর্ষিতার ভাই বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির প্রতাপকাটি গ্রামের সুভাষ মন্ডলের ছেলে লিটু মন্ডল (৩১) হাঁস খোজার নামে পাশ্ববর্তী বাড়িতে গেলে কেউ না থাকার সুবাদে শারীরিক প্রতিবন্ধি মেয়েটিকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। পরবর্তীতে প্রতিবন্ধী ঐ নারীর মা বাড়িতে আসলে ঘটনা শুনে এ সময় মা তার ছেলেকে জানালে রোববার সকালে তার বোনকে নিয়ে থানায় উপস্থিত হযয়ে লিটু মন্ডলের নামে ধর্ষণ মামলা করে। মামলার পর পুলিশ কপিলমুনি বাজার এলাকা থেকে লিটুকে গ্রেপ্তার করে। সোমবার সকালে লিটু মন্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে লিটু মন্ডলকে আটক করা হয়েছে। প্রতিবন্ধীকে সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্ধি শেষে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW