ইবির ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

এফএনএস ( মো. রানা আহম্মেদ (অভি); ইবি, কুষ্টিয়া) : : | প্রকাশ: ৩০ মে, ২০২৩, ০৫:২৪ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষণা প্রবন্ধের শিরোনাম - 'রেসিয়াল কনফ্লিক্ট ইন ইন্ডিয়া এক্সপোসড থ্রু স্যাটায়ার: এন এক্সপ্লোরেশন অফ অরভিন্দ আদিগা'স মেজর নোভেলস।' প্রথম সেমিনার শিরোনাম 'ক্রিটিকাল এনকোয়ারি ইন্টু অরভিন্দ আদিগা'স টেকনিক্স অফ স্যাটায়ার এজ রিফ্লেক্টেড ইন হিজ মেজর নোভেলস।'

সেমিনারে গবেষণা পত্র উপস্থাপন করেন মো. চাঁদ আলী। তার রেজিস্ট্রেশন নং : ৪৫; পিএইচডি শিক্ষাবর্ষ ২০১৬-১৭। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান। তাঁর সভাপতিত্বেই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকরা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW