গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৩১ মে, ২০২৩, ১২:৪৭ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শফিকুল ইসলাম(৫৫)নামের এক মোটরসাইকেল আরোহী সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের সালটিয়া ইউনিয়নের রৌহা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের ঢালী বাড়ি নিবাসী আলী নেওয়াজ ঢালীর ছেলে। নিহতের জেঠাতো ভাই এনামুল হক লিমন এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম সন্ধ্যায় পর ময়মনসিংহ যাওয়ার পথে রৌহা বাজার থেকে অদূরে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় পথে তার মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, আইনি প্রত্রুিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW