দৌলতপুরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :  : | প্রকাশ: ৩১ মে, ২০২৩, ০৩:৪৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ বিদেশী পিস্তলসহ মনোজ (২৫) নামে এক সন্ত্রীকে  গ্রেপ্তার করেছে। সে উপজেলার হোগলবাড়িয়া ইউপির জয়রামপুর গ্রামের মৃত নিপুল মোল্লার ছেলে। দৌলতপুর থানা পুলিশ জানায়, পুলিশের নিয়মিত অভিযান চলাকালে আজ ভোরের দিকে তারাগুনিয়া পল্লী বিদ্যুৎপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। মনোজ পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাকে ধরে ফেলে। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, দৌলতপুরের আলোচিত সন্ত্রাসী মনোজের বিরুদ্ধে দৌলতপুর থানায় নাশকতা, মাদক ও বিস্ফোরক আইনে ১২টি মামলা রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW