ইবির বিভিন্ন দপ্তরে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের ফুলেল শুভেচ্ছা 

এফএনএস ( মো. রানা আহম্মেদ (অভি); ইবি, কুষ্টিয়া) : : | প্রকাশ: ৩১ মে, ২০২৩, ০৬:০৯ এএম

'মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম'- ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয় শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি মেজবাহুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাব্বির খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম- ইবি শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন, প্রক্টর প্রফেসর ড.শাহাদাৎ হোসেন আজাদ, টিএসসিসির পরিচালক প্রফেসর বাকী বিল্লাহ বিকুল ও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

এসব সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবদুল আজিজ, আবদিম মনিব, জুবায়ের আহমেদ, মো: সিরাজুল ইসলাম রাফি ও যুগ্ম সাধারণ সম্পাদক মো:মাসুদ রানা ও মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ও সাখাওয়াত হোসেন সহ আরো উপস্থিত ছিলেন মো: মুসা খাঁ,জান্নাতুল ফেরদৌস, এরিনা সুলতানা তারিন, মো:রইচ হোসেন,উম্মে মরিয়ম মৌনতা রহমান, শাহরিয়ার নাফিজ, বুশরাত জামান, আনিকা নওরীন সহ অনেকে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার(৩০ মে) মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে ৭১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW