দেবহাটা থানার আয়োজনে পুলিশিং কমিটির মতবিনিময় সভা 

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১ জুন, ২০২৩, ০৬:০৪ এএম

দেবহাটা থানার আয়োজনে পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১জুন, ২৩ ইং বিকাল ৪টায় থানা চত্বরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা থানার ওসি (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। দেবহাটা থানার সার্বিক আয়োজনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার নকিব উল্লাহ, নওয়াপাড়া পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আজগার আলী প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে অশান্ত সাতক্ষীরা জেলাকে শান্ত করতে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং কমিটি অনেক ভূমিকা রাখতে পারে। তাই এই কমিটির মাধ্যমে একটি শান্তিপূর্ন সমাজ গঠনে কাজ করতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW