কচুয়ায় স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইন এর উদ্বোধন

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : : | প্রকাশ: ২ জুন, ২০২৩, ০৩:৪৯ এএম

কচুয়ায় রুপালী ব্যাংক লিমিটেড কচুয়ার উদ্যোগে স্টুডেন্ট  “একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন”এর উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট একাউন্ট,ফরেন রেমিট্যান্স ও আমানত সংগ্রহের লক্ষ্যে চলতি, সঞ্চায়ী, এফডিয়ার, এসএনডিস্কীম, আরএমডিএস,আরএমএসএস সহ অন্যান্য হিসাব সমুহ খোলার জন্য “একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন”এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত সকাল ১১টায় কচুয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মো: হাবিবুর বাশার সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রুপালী ব্যাংক লি:, খুলনা বিভাগ,খুলনা মো: ইকবাল হোসেন খাঁ। বিশেষ অতিথি ছিলেন উপণ্ডমহাব্যবস্থাপক, রুপালী ব্যাংক লি:, খুলনা বিভাগ,খুলনা মো: নিজাম উদ্দিন, উপণ্ডমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রুপালী ব্যাংক লি: বাগেরহাট মোল্লা মো: রেজাউল করিম,এজিএম পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া মো: নাজমুল হাসান, অধ্যক্ষ সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ হরপ্রসাদ মিস্ত্রী।অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারি অধ্যাপক মিলন কান্তি মৈত্র, প্রেসক্লাবের সহ সভাপতি সাবেক শিক্ষক সমীর বরন পাইক, কচুয়া বাজার বনিক সমিতির সভাপতি ভুঁইয়া মনিরুল ইসলাম,সাধারন সম্পাদক সেখ সাজ্জাদুল ইসলাম সুমন সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW