কচুয়ায় গাজা সহ ১ মাদক  ব্যবসায়ীকে  আটক

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : : | প্রকাশ: ২ জুন, ২০২৩, ০৩:৪৯ এএম

কচুয়ায় গাজা সহ ১ মাদক  ব্যবসায়ীকে  আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আবুল হাশেম,এসআই দেব কুমার দাস, এসআই মোঃ জাহিদুল ইসলাম, এএসআই আশরাফুজ্জামান, এএসআই  মেহেদী হাসান গতকাল বিকাল ৩টা ১০মিনিটে আসামি হৃদয় শেখ (১৯)কে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার টেংরাখালী (টাওয়ার রোড)এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হইতে ৫০ গ্রাম গাজা  সহ আটক করে। আটকৃত আসামি হৃদয় সেখ কচুয়া উপজেলার টেংরাখালী গুচ্ছ গ্রামের  শরিফুল শেখের ছেলে। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১টি  মামলা হয়েছে। মামলা নং-০১।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW