ঢাকা থেকে পটুয়াখালীর দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা রুটে সরাসরি বাস চলাচলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ জালাল আহাম্মেদ।
লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, বিগত এক বছর আগেও ঢাকা থেকে বাউফল, দশমিনা ও গলাচিপা রুটে নিয়মিত বাস চলাচল করত। পদ্মা সেতু চালুর পর থেকে রুট পারমিট নেই বলে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় পটুয়াখালী ও বরিশাল বাস মিনিবাস মালিক সমিতির স্বার্থান্বেষী মহল। যে কারণে প্রধানমন্ত্রীর বাস্তবায়িত স্বপ্ন পদ্মা সেতুর সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত ৪ উপজেলার ২ লাখ মানুষ। দীর্ঘ এক বছর ধরে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াতে যাত্রীদের বেশী ভাড়া প্রদান, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কবলে পড়া সহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সমস্যার সমাধান না হলে অনশন সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ৪ উপজেলার মাসুষ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।