নিয়ামতপুরের উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুবের মৃত্যুতে শোক সভা

এফএনএস (রেজাউল ইসলাম সেলিম; নিয়ামতপুর, নওগাঁ) : : | প্রকাশ: ৬ জুন, ২০২৩, ০৪:২৫ এএম

নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডলের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে  এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা  চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। 

এ সময় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইউসুফ আলী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

শোক সভায় বক্তারা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩১ মার্চ দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW