অতিরিক্ত গরমে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র অসুস্থ 

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ৭ জুন, ২০২৩, ০৪:৪৩ এএম

নীলফামারীর সৈয়দপুরে কয়েকদিন থেকে প্রচন্ড তাপদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। দিনের বেলা মানুষ গরমে ঘর থেকে বাইরে বের হচ্ছে না। সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সর্বোচ্চ। কয়েকদিন থেকে তাপমাত্রা বিরাজ করছে ৪০ ড্গ্রীি সেলসিয়াসের উপরে। মানুষ একটু স্বস্তি পেতে ছুটছে দিক বেদিক। প্রচন্ড রোদ ও গরম মানুষকে বিষিয়ে তুলেছে। আর তার সাথে যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দিনে ও রাতে তেমন একটা বিদ্যুৎ মিলছে না। কলকারখানাসহ বিভিন্ন সেক্টরে উৎপাদন কমে গেছে। বুধবার সকালে অতিরিক্ত গরমে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ৭০ বছর বয়সী এ কাউন্সিলর গরম সহ্য করতে পারেনি। তাই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ভর্তি করা হয় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। পৌরসভার প্রধান হিসাব রক্ষক আবু তাহের জানান, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সৈয়দপুর সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তিনি সেখানে অনেকটা সুস্থ্য আছেন। আমরা বেশ কয়েকজন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে হাসপাতালে প্যানেল মেয়রকে দেখতে যান পৌরসভায় কর্মরত বেলাল হোসেন,ইশা মিঠু, কাজী আনোয়ারসহ অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW