কেশবপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরে ৭৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার সভাকক্ষে ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ৭ কোটি ৯৬ লাখ ৭২ হাজার ৯৩২ টাকা ও উন্নয়ন আয় ৬৭ কোটি ৬৫ লাখ ২৫ হাজার টাকা ধরা হয়েছে। এর মধ্যে রাজস্ব ব্যয় ৭ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ৬৬ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকা ধরা হয়েছে। রাজস্ব খাতে ৯ লাখ ৭৭ হাজার ৯৩২ টাকা ও উন্নয়ন খাতে ৭৯ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়েছে উদ্বৃত্ত। বাজেট ঘোষণার সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংবাদিক দীলিপ মোদক,কে এম কবীর হোসেন, নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কামরুজ্জামান রাজু, সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেনসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।