ছুটি ছাড়া ১০ দিন বিদ্যালয়ে অনুপস্থিতের অভিযোগ

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ২০ জুন, ২০২৩, ০২:১৭ এএম

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পূর্ব ধুপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইয়েদাতুন্নেছা তানিয়ার বিরুদ্ধে সরকারী বিধিমালা অমান্য করে ছুটি ছাড়া ১০ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, গর্ভকালীন শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে শিক্ষক সাইয়েদাতুন্নেছা তানিয়াকে ৩০ দিনের বেড রেষ্ট লিখে সনদ প্রদান করেন ডাক্তার। ২ মে সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর ৪০ দিনের ছুটি চেয়ে  একখানা দরখাস্ত করেন তানিয়া। দরখাস্তে মেডিকেল সনদ অনুযায়ী ৪০ দিনের স্থলে ৩০ দিনের সুপারিশ করেন প্রধান শিক্ষক খালেদা বেগম। পরবর্তীতে  মেডিকেল সনদ অনুযায়ী ৩০ দিন ছুটি ভোগ করার পরে সরকারী বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন ছুটি ছাড়াই অতিরিক্ত আরও ১০ দিন অবৈধভাবে  অনুপস্থিত থেকে ১৮ জুন ফিটনেস সনদ এবং যোগদান পত্র দাখিল না করে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন তানিয়া।

তানিয়া জানান, আমি দরখাস্তে ৩৮ দিনের ছুটি নিয়েছি। প্রধান শিক্ষক আমাকে ৩৮ দিন ছুটির সুপারিশ দিয়েছে। আমি ছুটি কাটানোর পরে টিইও স্যারকে ফোন দিলে তিনি আমাকে যোগদান করতে বলেন, সেই অনুযায়ী আমি বিদ্যালয়ে যোগদান করি।

এ বিষয়ে প্রধান শিক্ষক খালেদা বেগম জানান, মেডিকেল সনদ অনুযায়ী তানিয়ার ছুুটি ৩০ দিনের। সে মেডিকেল সনদ এবং ৪০ দিনের ছুটি চেয়ে একখানা দরখাস্ত রেখে অদ্যাবদি আর কোন কাগজ আমাকে দেয়নি। ৩০ দিনের ছুটি তার শেষ হলে টিইও স্যারের অনুমতিক্রমে হাজিরা খাতায় আমি সাপ্তাহিক ছুটি দুই দিনসহ ১০ দিনের অনুপস্থিত লিখি। এ বিষয়ে  বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি শুনে সদর উপজেলা শিক্ষা অফিসারকে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW