সাংবাদিক সমন্বয় কমিটি গঠিত

এফএনএস: : | প্রকাশ: ২০ জুন, ২০২৩, ০৪:০৬ এএম

দেশে বর্তমানে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে সংবাদ ৫ গণমাধ্যমে কর্মীদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্দেশনায় পরিষদের কার্যক্রম বৃদ্ধি ও সমন্বয়ের লক্ষ্যে আগামী ৩ (তিন) মাসের জন্য একটি ‘সাংবাদিক সমন্বয় কমিটি’ গঠন করা হলো। (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) 
১. আহ্বায়ক - জনাব খাইরুজ্জামান কামাল - জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা 
২.যুগ্ম আহ্বায়ক - জনাব শাহানা শিউলি - বার্তা বিভাগ মাছরাঙা টেলিভিশন,
৩.যুগ্ম আহ্বায়ক - জনাব মাশরাফুল - দৈনিক ইত্তেফাক 
৪. যুগ্ম আহ্বায়ক - জনাব শাহনাজ সিদ্দিকী - বাংলাদেশ সংবাদ সংস্থা 
৫.যুগ্ম আহ্বায়ক - জনাব প্রতীক মাহমুদ - সারা বাংলা 
৬.সদস্য - জনাব জাকারিয়া কাজল - জ্যেষ্ঠ সাংবাদিক সময় টেলিভিশন 
৭.সদস্য- জনাব আতিকুল রহমান চৌধুরী - দৈনিক যুগান্তর 
৮.সদস্য - জনাব সাজ্জাদ আলম খান তপু - যমুনা টিভি
৯.সদস্য - জনাব শরীফ উদ্দিন লিমন - বার্তা সম্পাদক আরটিভি
১০. সদস্য - জনাব স্বপন বসু - বাংলাদেশ সংবাদ সংস্থা 
১১. সদস্য -  জনাব দীপক দেব - দৈনিক প্রতিদিনের বাংলাদেশ 
১২. সদস্য - জনাব কবীর আলমগীর - সারা বাংলা 
১৩. সদস্য - জনাব এমানুল হুক ইমন - একাত্তর টেলিভিশন 
১৪. সদস্য - জনাব অমিতাভ রহমান - ডিবিসি নিউজ 
১৫. সদস্য - জনাব শাহাদাত হোসেন রিপন - দেশ টেলিভিশন 
১৬. সদস্য -  জনাব শাহজাহান স্বপন - ফেয়ার নিউজ সার্ভিস
১৭. সদস্য সচিব - জনাব মুস্তফা মনোয়ার সুজন - বার্তা সম্পাদক, গ্লোবাল টেলিভিশন 
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সমন্বয় কমিটি বঙ্গবন্ধুর পরিষদের একটি শাখা হিসেবে কেন্দ্রীয় গঠনতন্ত্র মোতাবেক কাজ করবে এবং তবে মেয়াদকালের মধ্যে দেশের সাংবাদিক গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি সম্মেলন তা নির্বাচনে অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতের ২(দুই) বছর মেয়াদী পূর্নাঙ্গ কার্যকর কমিটি গঠন করবে। ভবিষ্যতের প্রয়োজনে নিরিখে পরিষদের কেন্দ্রীয় নির্দেশনায় এই আহ্বায়ক কমিটি সম্প্রসারণের বা বিলুপ্ত করা যাবে। 
বঙ্গবন্ধু পরিষদের অন্তর্ভুক্ত সব কর্মীদের এই সমন্বয় কমিটির কার্য পরিচালনায় সর্বোতভাবে সহযোগিতা করার জন্য আবেদন করা হলো।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW