নিখোঁজের একদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : : | প্রকাশ: ২৪ জুন, ২০২৩, ০৩:৪৪ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকা থেকে হাসেম আলী (৪০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে হাসেম আলীর বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উপজেলার দড়গ্রাম গাছবাড়ী এলাকার ইংরেজ আলীর ছেলে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলো ভ্যানচালক হাসেম আলী। অনেক খোঁজাখুঁজির পরও রাতে তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন।
পরে আজ সকালে নিখোঁজ ব্যক্তির বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ভ্যানচালক মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW