আমতলীতে কর্মশালা

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) :  : | প্রকাশ: ২৫ জুন, ২০২৩, ০৪:৫১ এএম

বে-সরকারী সংস্থা এনএসএস ও চাইল্ড এ্যামপাওয়ারমেন্ট প্রোগ্রামের উদ্যোগে সিডিবির অর্থায়নে প্রতিবন্ধিদের সাথে সংযোগ বিষয়ক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। রোববার এনএসএস’র টেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এনএসএস নির্বাাহী পরিচালক এ্যাড. শাহবুদ্দিন পান্নার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার। এনএসএস কর্মকর্তা জহির উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন প্রশিকা জোনাল ম্যানেজার নাশির উদ্দিন, আশার ম্যানেজার জীবন দেবনাথ, ব্র্যাক ম্যানেজার প্রনব তরাফদার, টিএমএসএস শাখা ব্যবস্থাপক আবদুর রশিদ মিয়া, এনএসএস’র প্রোগ্রাম পরিচালক শহীদুল ইসলাম,হাসানুর রহমান বান্না, প্রতিবন্ধি মিতুকুলু ও আখিনুর আক্তার প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW