কাপাসিয়ায় উচ্চারণ ও নন্দনতত্ত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৩, ০৬:২৪ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার সকালে উচ্চারণ ও নন্দনতত্ত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন এ কর্মশালা উদ্বোধন করেন। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক চন্দন রক্ষিতের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর ও  সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান। 

কর্মশালায় ৫০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে কর্মশালা শেষে সনদ প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW