সৈয়দপুরে ক্যাম্পের পতিত জমিতে বৃক্ষরোপণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৩, ০৪:৪০ এএম

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি। এ স্লোগান নিয়ে সৈয়দপুরে ক্যাম্প এলাকার পতিত জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। এটি করেছে  ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপণ্ডআপ প্রকল্পের শিক্ষার্থীরা। শনিবার এটির শুভ উদ্বোধন করেন পৌর কাউন্সিলর ইয়াসমিন পারভীন। 
হাতিখানা ক্যাম্পে কাপণ্ডআপ প্রকল্পের শিখন কেন্দ্র স্বপ্নসিঁড়ির উদ্যোগে ক্যাম্পের ইমামবাড়া চত্বরে কাঁঠাল, জলপাই, পেয়ারা ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়।
উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার আসাদুল্লাহ, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, সুপারভাইজার আকাইদ মোল্লা, স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য কোষাধ্যক্ষ মোছা. বিন্দিয়া, সদস্য মোছা. সানজিদা, ইসলাম ওরফে পাপ্পু, প্রকল্পের শিক্ষক সুমা আক্তার, মুনমুন, লিমা নাজনীন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW