নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) :  : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৩, ০১:১৭ এএম

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। নড়াইল পৌরসভার উদ্যোগে দিনব্যাপী এ খেলায় ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করে। 

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রণোতোষ কুমার সেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, আবদুর রশিদ মন্নুসহ অনেকে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW