ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে গফরগাঁওয়ে "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন, দিলরুবা আক্তার কাজল, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সফল মৎস্য চাষীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এলাকার সফল মৎস্য চাষীদেরকে পুরস্কৃত করা হয়।