নীলফামারীর সৈয়দপুরে এক মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরসহ আহত করা হয়েছে বেশ কয়েকজন নারী পুরুষকে। গত ২২ জুলাই শহরের মোজার মোড় ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। এরই প্রতিবাদে ৩০ জুলাই রাতে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেছে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম আলি ভান্ডারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আবদুল কাইয়ুম ও শেখ নাসিম নামে দুই জনের কাছ থেকে তিনি ২২১১ সালে বাড়ীসহ কিছু জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি ওই বাড়ীতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে বাড়ী যাতায়াতের রাস্তাটি নিজের দাবী করে গত ২২ জুলাই এলাকার আরিফ হোসেন, হাবিব হোসেন, আজিজ এবং মনোয়ারা বেগম লাঠি সোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন মুক্তিযোদ্ধার দুই পুত্রবধু নাসরিন ও খাদিজা। তাদের উভয়ের মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণ হলে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এদিকে দীলিপ ও বলরাম নামে দুইজন নানাভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। আমরা সঠিক কাগজপত্র দেখার জন্য উভয়কে নোটিশ প্রদান করবো। তারপর যাদের কাগজপত্র ঠিক থাকবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।