দেশে প্রতি ৫ মিনিটে একজনের কার্ডিয়াক অ্যাটাক হয়। উপকূলীয় অঞ্চলে এটা আরও বেশি চ্যালেঞ্জিং। এজন্য হৃদরোগ প্রতিরোধে নিয়মিত শরীর চর্চা, ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম বিশেষ ভূমিকা রাখতে পারে। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগ আয়োজিত সাইন্টিফিক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো: রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এসজেড আতীক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, কলেজের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর প্রসাদ বিশ্বাস, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. সঞ্জয় সরকার, কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ।