কিশোরগঞ্জে ২৭২জন ভূমিহীন পাবে আশ্রয়নের ঘর

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :  : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৩, ০২:৫৬ এএম

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) কিশোরগঞ্জের ৮টি উপজেলার ২৭২জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। সেই সাথে ৬টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনা করে হবে।  বুধবার ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW