শহরের সুবিধা এখন গ্রামেই মিলছে, এমপি আদেল

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) :  : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৩, ০৩:৪৫ এএম : | আপডেট: ৯ আগস্ট, ২০২৩, ০৩:৫৫ এএম

নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেছেন, গ্রামের চিত্র এখন পাল্টে গেছে, শহরের সুবিধা গ্রামেই মিলছে। এজন্য গ্রামীণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নানা ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি আবারও লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্তের জন্য সকলের প্রতি আহবান জানান।

সোমবার দুপুরে ৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জের ৩টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এলজিইডি’র অধীনে ডিসির মোড় হতে কৈমারী বদির কাছারী পর্যন্ত, গাড়াগ্রামের দোলা হতে পারের হাট পর্যন্ত ও মাগুড়া হতে বাহাগিলী স্টিল ব্রীজ পর্যন্ত তিনি সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, মাগড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, এমপির ব্যাক্তিগত সহকারী রায়হানুল আহসান রুমি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জাপার শতাধিক নেতাকর্মী। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW