দেলদুয়ারে বালুবাহী নৌকা থেকে পড়ে শ্রমিক নিখোঁজ 

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৩, ০৪:২০ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী নৌকা থেকে পড়ে তারা মিয়া (২৩) নামের শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার উপজেলার ডুবাইল ইউনিয়নের এলেংজানী নদীর আরমৈষ্টা নামক স্থানে ঘটেছে ঘটনাটি। তারা মিয়া টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার মেঘার পটল গ্রামের মিনহাজ শেখের ছেলে। জানা গেছে সিরাজগঞ্জ থেকে বালু ভর্তি করে মির্জাপুর যাওয়ার পথে আরমৈষ্টা নামক স্থানে এসে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। দেলদুয়ার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ডুবুরী দল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW