জাতির পিতা

এফএনএস (নিশি রহমান): : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৩, ০৬:৫৩ এএম : | আপডেট: ১৪ আগস্ট, ২০২৩, ০৬:৫৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর কথা আজও আমাদের মনে নিখুঁত ভাবে দাগ কেটে আছে,
কি নৃশংসতায় প্রাণ হারিয়েছিলো পুরো পরিবার সহ।
মৃত্যুর কষ্টরা প্রতিটি বাঙালির বুকে ছেয়ে গেছে কত,
এই সাহসী বীর নেতা বাঙালি কে যুদ্ধে ঝাপিয়ে পরার জন্য করেছিলো উৎসাহ। 
এ দুস্থ বাঙালি কে সাহসী বানিয়েছে কত।
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলো,
যার কাছে যা আছে তাই নিয়েই যুদ্ধে তোমরা ঝাপিয়ে পরো।

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।

আমরা বাঙালি লড়তে জানি,
গড়তে পারি আমাদের সফলতার ভার।
এবার আমরা ছিনিয়ে আনবো আমাদের স্বাধীনতা।
হে বঙ্গবন্ধু 
তুমি তো ছিলে অনুপ্রেরণা, 
তুমি তো ছিলে আমাদের সাহসীকতা।
তোমার জন্যই পেরেছি আমরা ছিনিয়ে আনতে স্বাধীনতা,
তোমাকে আমরা কেমনে ভুলি।
তুমি আমদের স্বাধীনতার দাতা,
তুমি হলে আমাদের জাতির পিতা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW