দেলদুয়ারে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো চালাক নিহত 

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৩, ০১:৩৯ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো উ ১২-৩১৮৫) ধাক্কায় জোসন আলী (৩২) নামের অটো রিক্সা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে দেলদুয়ার এলাসিন আঞ্চলিক মহা সড়কের এলাসিন ইউনিয়নের সিংহরাগী  শীলবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জোসন মিয়া আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের মোঃ আফাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান বিপরীত দিকে থেকে আসা বেটারী চালিত অটোরিক্সাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক মারা যান। 

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, নিহত অটোরিক্সা চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও আটক করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW