মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :  : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৩, ০২:২৯ এএম

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আগামী ১৯ আগস্ট পদযাত্রা সফল করতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মেহেরপুরে শহরের বিভিন্ন স্থানে মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে  লিপলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে গাংনী উপজেলা পরিষদ চত্তরে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরন করেন। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW