চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৩, ০৫:৪৪ এএম

চিরিরবন্দরে পানিতে ডুবে রিয়ামনি (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকার ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল সোয়া ৩ টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের ভবানীপুর গ্রামে ঘটেছে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পুনট্রি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল আমিন সরকারের শিশুকন্যা রিয়ামনি (৯) বাড়ির পার্শ্ববতি পুকুরে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। 
 
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর পরিবারের হাতে ২০ হাজার টাকা প্রদান করেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW