হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ উপজেলার রনি গাজীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম খান জানান বৃহস্পতিবার দিবাগত রাতে কাশিমগর পুলিশ ফাড়ির এসআই আবদুল কাদির চৌমহনী- ধর্মঘর সড়কের বরুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছে রক্ষিত প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে রাখা ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মমিন হোসেন এর ছেলে আখলাস ওরফে এখলাস (৪৫) ও সেলিম মিয়া (৩৮) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।