জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৩, ০৬:৩১ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও রংপুর মহানগর জাতীয় যুব সংহতি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন শান্তি কাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব আনসার, দপ্তর সম্পাদক জামিল হোসেন রাতুল, প্রচার সম্পাদক মুফতি মাহমুদসহ অন্যরা। 
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সারাদেশে দল শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি’র দুঃশাসন দেখে জনগণ এখন জাতীয় পার্টির উপর আস্থা এনেছে। ঠিক সেই সময় দলকে দূর্বল করতে চেয়ারম্যানকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এ ছাড়া নির্বাচনের আগে কুচক্রী মহল দলের তৃণমূলের নেতাকর্মীদের  মিথ্যা মামলায় জড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW