মেহেরপুরের মুজিবনগরে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :  : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৩, ০৩:০০ এএম

মেহেরপুরের মুজিবনগরে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে এই বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির ম্যানেজার বিভব দেওয়ান এবং সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম।

বিজ্ঞান উৎসবে উপজেলার বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে ৮টি স্কুল অংশগ্রহণ করে। বিজ্ঞান উৎসবে অন্ধ মানুষদের জন্য ব্লাইন্ড সিগন্যাল চশমা তৈরি করে প্রথম স্থান অধিকার করে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও  তৃতীয় স্থান অধিকার করে মুজিবনগর আম্রোকানন মাধ্যমিক বিদ্যালয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW