চিলমারীতে প্রতিবন্ধী বান্ধব নৌকার উদ্বোধন

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) :  : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৩, ০৪:৪৬ এএম

কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী সংস্থা ফ্রেন্ডশিপ এর মাধ্যমে জলবায়ু প্রবাভিত সম্প্রদায়ের জীবন যাত্রার মানের উন্নয়নে একটি ফিজিওথেরাপি সেন্টার ও একটি প্রতিবন্ধী বান্ধব নৌকার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে বিভিন্ন শারিরিক ও স্নায়ুবিক অসুস্থ জনিত ব্যাক্তিদের চিকিৎসার জন্য উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ থেরাপিষ্টদের দ্বারা পরিচালিত ফিজিওথেরাপি,চেক-আপ এবং থেরাপিউটিক সেবা বিনা মূল্যে প্রদান করা হবে। বৃহসপতিবার বেলা ১১ টায় সিনিয়র ডিরেক্টর হেড অফ ইনক্লোসিভ সিটিজেন শিপ মিস আয়েশা তাসিন এর সভাপতিত্বে ফ্রেন্ডশিপ হল রুমে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোঃ মনজুর ই-মোরশেদ, বিশেষ অতিথি সমাজ কল্যাণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ রুকনুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, রোটারি ক্লাব রমনা এর সভাপতি মোঃ খয়ের উদ্দিন সদস্য মোঃ আশিকুল ইনলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আই সি এর সহকারী মহাব্যবস্থাপক নুসরাত জেরিন, উপমহাব্যবস্থাপক আবু মোঃ শিহাব, উপ-পরিচালক আহম্মেদ তৌফিকুর রহমান সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাঈম কামরান প্রমুখ।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW