চাঁদপুরের করোনাকালীন মানবিক চিকিৎসক রুবেল আর নেই

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৬ এএম

করোনাকালের একমাত্র চিকিৎসক দম্পতির অন্যতম, চাঁদপুরের মানবিক চিকিৎসক হিসেবে খ্যাত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ও চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষক   ডা. সুজাউদ্দৌলা রুবেল আর নেই। আজ  শনিবার বেলা পৌনে ৩টার দিকে চাঁদপুর শহরের ফেমাস স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহিৃ.রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

মরহুমের নামাজে জানাযা শনিবার বাদ মাগরিব চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরবাসী হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করতেন তিনি চাঁদপুরের সন্তান। ডা. রুবেল দীর্ঘদিন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন।

তার স্ত্রী ডা. সাজেদা বেগম পলিন করোনাকালের আরেক মানবিক চিকিৎসক। তিনি বর্তমানে নড়াইল জেলার সিভিল সার্জন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW