কাতারে সড়ক দুর্ঘটনায় সেনবাগের ব্যবসায়ী নিহত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৭ এএম

কাতারের আল রায়হান পুরুসিয়া প্রদেশে সড়ক দুর্ঘটনায় মোঃ তাজুল ইসলাম প্রকাশ শামীম (৪৮) নামের এক বাংলাদেশী পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শামীম সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাজিরখিল গ্রামের ছেলামত ঊল্লাহ পাটোয়ারী বাড়ির মৃত রফিকুল ইসলাম পাটোয়ারীর সেজ ছেলে।
           
নিহতের ভগ্নিপতি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ ২৫ বছর যাবত শামীম কাতারে নিউ আল রায়হান এলাকায় অবস্থান  করে সে দেশে পরিবহন ব্যবসা পরিচালনা করে আসছিল্।ো গত দুইমাস আগে সে দেশে বেড়াতে আসে এবং গত ২৯ আগস্ট শামীম ফের বাংলাদেশ থেকে জীবিকার সন্ধানে কাতার যায়। মাত্র ৬দিনের মাথায় রোববার  দেড়টার সময় কাতারের আল রায়হান প্রদেশের পুরুসিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। রাতে তার মৃত্যুর সংবাদ বাংলাদেশে তার গ্রামের বাড়িতে পৌছলে পরিবার সহ পুরো এলাকায় শুরু হয় শোকের মাতম।

নিহত শামীম স্ত্রী, দুই মেয়ে, মা, ৬  ভাই ও ২ েেবান রেখে গেছেন। লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছে পরিবারের সদস্যরা। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW