সিরাজদিখানে বিএনপির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত 

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৬ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান বিএনপির উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপির আরেকটি অংশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার নিমতলায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস ধীরণ  সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তার বক্তব্যে বলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহ গত ২ সেপ্টেম্বর তার বাড়িতে উপজেলা শাখার  বিএনপির অবৈধভাবে  দ্বিবার্ষিক সম্মেলন করেন, সেখানে এই উপজেলার আহ্বায়ক কমিটির ৫১ সদস্যের মধ্যে ২৯ সদস্য দাওয়াত বা তাদের কিছু জানাননি, শুধু তাই নয় এই উপজেলার ৮ জন নেতা জেলা বিএনপির সদস্য এর মধ্যে ৭ জনকেই জানাননি। উপজেলার সিনিয়র নেতা যারা সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ ভাইটাল পদে ছিলেন তাদের বাদ দিয়ে, পকেট কমিটি করা হয়। আমরা এই অবৈধ কমিটি মানি না। এ কমিটি বিলুপ্ত করে সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া, উপজেলা সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা,সাবেক সদস্য সচিব আলহাজ¦ আলী আনছার মোল্লা, সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহালম খান প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW