সেনবাগে ১১৭টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৩ এএম

নোয়াখালীর সেনবাগে ১১৭টি সরকারি-বেসরকারি ও মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। এউপলক্ষে সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ ১১৭টি  সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ওই ক্রীড়া সামগ্রী গুলো বিতরণ করা হয়। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসরাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন সহ উপজেলা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW