কুমিল্লার নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ইং বাছাই উপলক্ষে উপজেলা পর্যায়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিঃ, বাঙ্গড্ডা বাজার শাখার ম্যানাজার আপারেশন মোঃ হায়াতুন্নবী মজুমদার ফরিদ। তিনি ২০২১-২০২৪ মেয়াদে শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি নিয়মিত ভাবে বিদ্যালয়ে মাসিক সভায় যোগদান, সভায় গৃহিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে ভূমিকা রাখেন। এ ছাড়া বিদ্যালয় মেরামত, নির্মাণ ও সংস্কার কাজ তদারকি, পাঠ পর্যবেক্ষণ, বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। তাহার বিভিন্ন কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- বিভিন্ন জাতীয় দিবস উদ্যাপন, বৃক্ষ রোপন, ফুলের বাগান তৈরী ও সৌন্দর্য বর্ধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান, শিক্ষার্থীদের টিকাদান ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে জ্ঞাণ দান, খেলার মাঠ উন্নয়ন, বিদ্যালয়ের বে-দখলকৃত সম্পত্তি উদ্ধার, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস প্রদান। এ ছাড়া লেখা-পড়ার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবকদের উদ্বুদ্বকরণ, শ্রেণি মূল্যায়ন পরীক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ, হোম ভিজিট করা, বিদ্যালয়ের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। জনাব হায়াতুন্নবী মজুমদার ফরিদ বিগত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ইং ইউনিয়ন ও ক্লাস্টার পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আরো মনোনিবেশ করেন। যার ফলস্বরূপ গত ০৫-০৯-২০২৩ইং তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক ঘোষনায় নাঙ্গলকোট উপজেলার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
জনাব হায়াতুন্নবী মজুমদার ফরিদ শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার- জনাব রায়হান মেহেবুব, উপজেলা শিক্ষা অফিসার- জনাব মিনহাজ উদ্দিন, এ,টি,ই,ও- জনাব আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, তাহার এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে তাকে উৎসাহ যোগাবে।