সেনবাগ আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৬ এএম

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের নৌকার মার্কার মনোনয়ন প্রত্যাশী লায়ন জাহাঙ্গীর আলম মানিক সহ¯্রাধিক দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছে। শনিবার রাতে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সানজী গ্রুপের কর্নধান, মেঘনা ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও এফবিসিসিআইয়ে সাবেক পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম সিআইপি নিজ ইউনিয়ন কাবিলপুর ইউপির ছমির মুন্সিরহাট বাজারে ওই গণসংযোগ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে লিপলেট বিতরণ করেন এবং বাজারের ব্যবসায়ী সহ সকল শ্রেনী ও পেশার লোকজনের সঙ্গে কুশল বিনিয়ময় করেন এবং নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মোহন, সেক্রেটারী সাইফুল ইসলাম সোহাগ, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাক্তার আবুল কালাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম শুভ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন মানিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, কাবিলপুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মাসুদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW